Header Ads

CODESMITE
  • সাম্প্রতিক লেখা:

    কওমী মাদ্রাসাভিত্তিক গবেষণা উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ ঘোষণা কেন বেআইনী হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল




     কওমী মাদ্রাসাভিত্তিক গবেষণা উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ ঘোষণা কেন বেআইনী হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

    কওমী মাদ্রাসায় শিশু নিরযাতন নিয়ে লেখা গবেষণাধর্মী উপন্যাস ‘বিষফোঁড়া’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ ঘোষণা কেন বে-আইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদর দায়ের করা এক রিট আবেদনের শুনানী শেষে এই রুল জারি করেন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন এর হাইকোর্ট বেঞ্চ। জন নিরাপত্তা বিভাগের সচিব, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সহকারি সচিব আগামি ১০ দিনের মধ্যে এর জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
    ‘বিষফোঁড়া’র লেখক সাইফুল বাতেন টিটোর পক্ষে গত ২২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ।
    এর আগে ১৮ই জুন উপন্যাসটিকে জননিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট গেজেট আকারে নিষেধাজ্ঞা প্রকাশ করে মন্ত্রী পরিষদ বিভাগ।

    সেপ্টেম্বর ২৯, ২০২০
    ১৪ আশ্বিন, ১৪২৭



    No comments