Header Ads

CODESMITE
  • সাম্প্রতিক লেখা:

    তাহার তখন একুশ বছর









    তাহার তখন একুশ বছর বোধহয়
    আমার তখন ষোলো,
    ধবধবে পা সিঁড়ির গোড়ায়
    কী যেন কী হলো…

    লালচে পাড়ের সাদা শাড়ী,
    মুগ্ধ ব্লাউজ বেলীর কুঁড়ি
    কলেজ যেতে গাল টিপে কয় - এখানে কি করিস?
    খুবে বেশি তোর বাড় বেড়েছে পিছন পিছন ঘুরিস?

    আঁচল তাহার গালে, ঠোঁটে লাগে চুল,
    নাকে লাগে মিষ্টি সুবাস চোখে কিছু ভুল।
    ছুঁইতে গিয়ে হাত বাড়াই না, পা কে বলি থাম।
    দিতে গিয়েও লুকিয়ে ফেলি নীলচে রংএর খাম।

    হাত চলে না পা চলে না
    মন থাকে না ভালো
    তাহার তখন একুশ বোধহয়
    আমার মাত্র ষোলো!
    (শুভ জন্মদিন প্রিয়তমা অভিনেতা জয়া আহসান)


    1 comment:

    1. How to deposit and withdraw from Casino
      A 용인 출장샵 withdrawal can be a costly one if 속초 출장샵 it's not enough. You need to deposit money quickly and reliably via a credit card. When a withdrawal 안양 출장샵 happens Dec 7, 정읍 출장샵 2018 · Uploaded 평택 출장샵 by Drmcd

      ReplyDelete