Header Ads

CODESMITE
  • সাম্প্রতিক লেখা:

    কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার কিশোর ভাইয়ের উপর ছাত্রদল-শিবিরের হামলা

     

    জেলা প্রতিনিধি (ভোলা):

    ভোলার দৌলতখান উপজেলায় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণির এক কিশোর শিক্ষার্থীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আহত শিক্ষার্থী হাফেজ হুজ্জাতুল ইসলাম অংকন (১৬), তিনি দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র

     
    হামলার শিকার হাফেজ
     হুজ্জাতুল ইসলাম অংকন (১৬)


    পরিবারের অভিযোগ, ১০ ডিসেম্বর (বুধবার) এসএসএসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দৌলতখান উপজেলার বিভিন্ন কমিটির অধীনে সক্রিয় জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংকনের ওপর অতর্কিত হামলা চালায় সময় তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় পরে তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নেওয়া হয়

    ভুক্তভোগীর পরিবার জানায়, অংকনের আপন বড়ভাই হামজা রহমান অন্তর ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা তিনি ছাত্র রাজনীতির অঙ্গনে একজন জনপ্রিয় ছাত্রনেতা বুদ্ধিবৃত্তিক অঙ্গনে অনলাইন এক্টিভিস্ট হিসেবে সারাদেশে সুপরিচিত তিনি নিয়মিতভাবেই জামায়াত-বিএনপির সমর্থনে . ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুঃশাসন নির্যাতন নিপীড়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন

    এসবকে কেন্দ্র করে এবং রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে অন্তরের ছোটভাই অংকনের উপর এই হামলা চালানো হয়েছে হামলাটি পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলে তারা দাবি করেন হামলার পরের দিনও অংকনকে ডেকে পুনরায় হুমকি দেয় হামলাকারীরা

    পরিবার প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে- আবির হাসান (২৫) — ছাত্রদল কর্মী (গুপ্ত শিবির হিসেবে অভিযুক্ত), সরাসরি হামলাকারী উস্কানিদাতা; মো. রায়হান (২৮) — দৌলতখান পৌর ছাত্রদলের আহ্বায়ক, সরাসরি হামলাকারী নির্দেশদাতা; সোহান হাওলাদার (৩০) — দৌলতখান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, হামলার নির্দেশদাতা উস্কানিদাতা; ফরাজি শহিদুল ইসলাম এ্যানি (৩৬) — যুবদল নেতা সাবেক ছাত্রদল নেতা, হামলার নির্দেশদাতা; ফরাজি রাশেদ (৩৫) — যুবদল নেতা, হামলার নির্দেশদাতা; মাহি ভূইয়া (২৩) — ছাত্রদল কর্মী, সরাসরি হামলাকারী, উমেদ হোসেন তামিম (২৬) — ছাত্রদল কর্মী, হামলায় উস্কানিদাতা সহ প্রমূখ ব্যক্তিদের বিরুদ্ধে এরা সবাই ছাত্রদল-শিবিরের ক্যাডার হিসেবে স্থানীয়ভাবে পরিচিত


    হামলাকারী



                                                                       হামলাকারী


    হামলাকারী


    হামলাকারী


    অভিযোগ পাওয়া যায়, হামলায় জড়িত কয়েকজন এর আগেও রাজনৈতিক সহিংসতায় সম্পৃক্ত ছিলেন এরমধ্যে অভিযুক্ত ছাত্রদল পরিচয়ধারী গুপ্ত শিবির কর্মী আবির হাসান (২৫) এর আগে ২০২৪ সালের আগস্ট গণভবনে লুটপাটে জড়িত ছিলেন এবং হামজা রহমান অন্তরকে হত্যার উদ্দেশ্যে তার ঢাকায় বাসায় উগ্রবাদী জঙ্গিদের সঙ্গে নিয়ে হামলা চালিয়ে সেখানে অন্তরকে না পেয়ে লুটপাটে নেতৃত্ব দিয়েছেন

    অভিযুক্ত উমেদ হোসেন তামিম (২৬) ছাত্রদল কর্মী হিসেবে পরিচিতি হলেও উগ্রবাদী মতাদর্শে পরিচালিত ২০২৫ সালের ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নং রোডের বাড়িতে বুলডোজার হামলায় বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় তামিমকে অংশ নিয়ে ভাঙ্গা ইট নিয়ে উল্লাস করতে দেখা যায় সংবাদমাধ্যমে

    এর আগে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত দুই ছাত্রদল নেতা সোহান হাওলাদার (৩০) মো: রায়হান (২৮) সেই সঙ্গে ফেসবুকে নানারকম কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে যাচ্ছিলেন অভিযুক্ত ফরাজি শহিদুল ইসলাম এ্যানি (৩৬), ফরাজি রাশেদ (৩৫), মাহি ভূইয়া (২৩)

    এরপরেই এই পৈশাচিক হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী কিশোর হুজ্জাতুল ইসলাম অংকন একজন কোরআনে হাফেজ এবং এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে সুপরিচিত

    বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সাধারণ এলাকাবাসী ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

    অংকনের বড়ভাই তথা সহোদর হামজা রহমান অন্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান কমিটির উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ২০২৪ সালের ১৫ জুলাই আগস্ট অন্তরের উপর দুই দফা হামলা চালায় ছাত্রদল ছাত্রশিবিরের অস্ত্রধারী ক্যাডাররা অন্তরকে হত্যার জন্য ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে কয়েকবার পরিকল্পনা করা হয় এবং ছাত্রদল, ছাত্রশিবির জঙ্গি মতাদর্শের ব্যক্তিদের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খোঁজা হয়

    এরপর প্রাণ বাঁচাতে হামজা রহমান অন্তর শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাড়ি জমান বর্তমানে ছাত্রলীগ নেতা অন্তর সেখানেই রাজনৈতিকভাবে নির্বাসিত জীবন পাড় করছেন

    এবিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "জামায়াত-বিএনপির রাজত্বে ছাত্রলীগ নেতার ছোটভাই হবার কারণে অংকনের উপর হামলা করা হলো নিশ্চয়ই এসবের একদিন বিচার হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আবারও জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশে সুশাসন ফিরিয়ে আনবে"

    No comments