Header Ads

CODESMITE
  • সাম্প্রতিক লেখা:

    মাদ্রাসায় বাড়ছে লাশের মিছিল

     এই শিশুটিকে দিনের পর দিন ধর্ষণ করতো তার মাদ্রাসার হাফেজ শিক্ষক। এরপর একদিন সে বাড়িতে বলে দেবে এমন কথা বলে। তারপর ঐ হাফেজ শিশুটিকে বিষ খাওয়ায়। যা মৃত্যুর আগে শিশুটি বলছে। শিশুটি মারা যাওয়ার পর মাদ্রাসার শিক্ষকেরা বলেছে তাকে জিনে বিষ খাওয়াছে। এর হত্যাকাণ্ড প্রতি মাসে দশটার উপরে ঘটে বাংলাদেশে। কিন্তু নিউজ হয় দুইটা বা তিনটার। যেমন এই বর্তমান মাসে মাদ্রাসায় দুই শিশুকে হত্যার সংবাদ আমাদের কাছে এসেছে।

    কিন্তু ঘটনা হলো, সুশিল, ডানপন্থী, বামপন্থী, নারীবাদি যতো বাদি আছে তারা কেউ এই বিষয়টি নিয়ে একমদই কথা বলে না, বলবে না। কারণ দুটি। প্রথমত এই বিষয়টি নিয়ে কথা বললে তার জীবন হুমকির মুখে পড়বে দ্বিতীয়ত তার পোস্টে লাইক কমেন্ট কমে যাবে। আর এরা তো সমাজের উঁচু তলার লোক না! এদের কে মারল কাটলো ধর্ষণ করলো তাদের আমাদের আসলে কিছুই আসে যায় না।


    No comments