Header Ads

CODESMITE
  • সাম্প্রতিক লেখা:

    মাদ্রাসায় শিশুধর্ষণ ও নির্যাতনের বিশেষ প্রতিবেদন মার্চ ২০১৯ ।। সাইফুল বাতেন টিটো

     সংবাদ পর্যবেক্ষণ ও পর্যালোচনা

    মার্চ মাসেও দুই মাদ্রাসারার ছাত্রকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়ছে চার শিশুকে, ধর্ষণ চেষ্টা চালানে হয়েছে এক শিশুর উপরে, পিটিয়ে পঙ্গু করেছে এক শিশুকে, অমানবিক নির্যাতন চলে আরো তিন শিশুর উপর। আপনারা হয়তো খানিকটা বিরক্ত হচ্ছে। হয়তো আরো বিরক্ত হবেন। এখন তো মাত্র পড়ছেন তৃতীয় মাসের সংবাদ পর্যালোচনা। আরো ৫৭ মাসের বাকি। আমি এই বিরক্ত করতে আপনাদের বাধ্য। আমাকে ক্ষমা করবেন।

    বলেছিলাম যে, মাসে গড়ে দুজন করে মাদ্রাসা ছাত্রের নিহত হওয়ার সংবাদ পাই। এ মাসেও পেলাম, দুটি। প্রথম নিহত শিশুটির নাম মোঃ নুরুল ইসলাম, ৬ মার্চ ওর মৃত্যু সংবাদ bn.observerbd.com পত্রিকায় ছাপা হয়। ওর বয়স ছিলো মাত্র ১১। এখানেও যথারীতি মৃত্যুর পরে মাদ্রাসার লোকজন নাটক শুরু করে, আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো মাত্র ১১ বছরের একটি শিশুর জীবনে কী এমন দুঃখ কষ্ট থাকতে পারে যে সে আত্মহত্যা করতে যাবে?



    পরের হত্যার সংবাদটি পাই প্রথমটির ঠিক চার দিন পর, মার্চের দশ তারিখে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। কারণ খবরে বলেছে ‘গত ২৭ ফ্রেব্রুয়ারি তাওহিদকে দেড় পারা কোরআন শরিফ পড়তে দেন প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম (২৫)। সে ৭ পৃষ্ঠা মুখস্ত শুনানোর পর বাকিটুকু না শুনালে তাকে বাঁহাত, পা, বুকে, পিঠে মারপিট করেন ওই শিক্ষক। এতে তাওহিদের বাম পা, হাত ও বুকের বাম পাশের পাঁজরের হাড় ভেঙে যায়। তাওহিদকে মাদ্রাসায় রেখে চিকিৎসা দেয়ায় কোনো উন্নতি না হওয়ার তার পরিবারকে মাদ্রাসা থেকে খবর দিয়ে বলা হয় তাওহিদ খেলতে গিয়ে বুকে ও পায়ে আঘাত পেয়েছে।’  রোববার (৩ মার্চ) দিনগত রাত ১২টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় শিশুটি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে পুলিশ আটক করেছে। ঘাতক শিক্ষক আমিনুল ইসলাম পলাতক রয়েছেন। কতো সহজে একটি শিশুকে মেরে ফেলল! আহারে জীবন!

    ‘শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন’ এই শিরনামে সংবাদ করেছে দৈনিক জনকণ্ঠ ১২ মার্চ। খবরে লিখেছে নিশানবাড়ীয়া ইউনিয়নের অংকুজানপাড়ায় কারিমিয়া হাবিবিয়া মাদ্রাসায় এক ছাত্রের গলা ও পায়ের গোড়ালিতে শিকল দিয়ে বেঁধে ৩/৪দিন ধরে নির্যাতন করার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।  না সে কোনো পশু না। আপনার আমার মতো মানুষ। আপনি নিজেকে ঐ শিশুর যায়গায় কল্পনা করতে পারেন যে কেউ একজন আপনার পায়ের গোড়ালিতে আর গলায় শিকল দিয়ে বেঁধে ৩/৪ দিন ধরে নির্যাতন করছে? আবার সেই নির্যাতনের মধ্যে ধর্ষণের মতো যৌন নির্যাতনও থাকতে পারে। এমন খবর আগে পাইনি তা তো নয়।  

    ১৯ মার্চ দৈনিক ইত্তেফাকের একটি শিরনাম এরকমঃ ‘দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গেছেন শিক্ষক’ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ঘটনা এটি। মাদ্রসার ছাত্রদের পিটিয়ে বা আছাড় মেরে অঙ্গহানি করা একটি অতি সাধারণ ঘটনা। পিটিয়ে মেরে ফেলাই এখন অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। পিটিয়ে হাত-পা ভাঙা, আছাড়ে কোমোড় ভাঙা, বেত দিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট করে ফেলার মতো ঘটনা এখন মাদ্রাসা নামক কনসেন্ট্রেশন ক্যাম্পে রেগুলার একটি ঘটনা।  কিন্তু বেশিরভাগ ঘটনারই কোনো ভভিযোগ হয়না, বিচার হয়না। যেমন বিচারের মুখোমুখি করা হয়নি কুষ্টিয়ার এই পাষণ্ড মাদ্রাসার শিক্ষক হাফেজ জমির উদ্দিনকে। গ্রাম্য শালিসের মাধ্যমে ইউপি সদস্য ও মাদ্রাসা কমিটির লোকেরা ‘মিমাংসা’ করে দেয়। একটি শিশুর একটি হাত ও হাতের একটি আঙ্গুল ভেঙে ফেলেছে পিটিয়ে। তার বিচার ‘মিমাংসা’? কীসের মিমাংসা? আর এই বিচারহীনতার কারণেই ক্রমশ বেড়ে চলেছে শিশুদের উপর অমানসিক অত্যাচারের পরিমান।

     

    মাদরাসায় শিশুধর্ষণ ও নির্যাতনের বিশেষ প্রতিবেদন মার্চ ২০১৯

    (বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইল পত্রিকায় অনলাইনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে করা)

    প্রতিবেদন প্রস্তুতকারকঃ Saiful Baten Tito

    তারিখ

    শিরনাম

    পত্রিকা

    জেলা

    ছেলে/মেয়ে

    শিশুর সংখা

    ধরণ

    ২ মার্চ

    শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ

    সময় টিভি নিউজ অনলাইন

    শেরপুরে

    ছেলে

    ০১

    অমানবিক নির্যাতন

    ৬ মার্চ

     

    ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

    বাংলা ট্রিবিউন

     

    ফেনী

    ছেলে

    ০১

    ধর্ষণ চেষ্টা

    ৬ মার্চ

    ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

    bn.observerbd.com

    চট্টগ্রাম

    ছেলে

    ০১

    হত্যা

    ৭ মার্চ

    ছাত্রকে বেত্রাঘাত  মাদ্রাসার প্রধান শিক্ষকের কারাদণ্ড

    সাহস বিডি

    টাঙ্গাইল

    ছেলে

    ০১

    অমানবিক নির্যাতন

    ১০ মার্চ

    শিক্ষকের লাঠিপেটায় সেই ছাত্রের মৃত্যু

    বাংলাদেশ জর্নাল

     

    ময়মনসিংহ

    ছেলে

    ০১

    নির্যাতন করে হত্যা

    ১২ মার্চ

    শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

     

    দৈনিক জনকণ্ঠ

    বরগুনা

    ছেলে

    ০১

    শিকল দিয়ে বেঁধে নির্যাতন

    ১৪ মার্চ

    ছাত্রকে ‘বলাৎকারে মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

    বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম

     

    ঢাকা সাভার

    ছেলে

    ০১

    ধর্ষণ

    ১৯ মার্চ

    দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গেছেন শিক্ষক

    দৈনিক ইত্তেফাক

     

    কুষ্টিয়া

    ছেলে

    ০১

    পিটিয়ে পঙ্গু

    ২৭ মার্চ

    প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

    ঢাকা ট্রিবিউন

     

    ফেনি

    মেয়ে

    ০১

    ধর্ষণ

    ২৮ মার্চ

    মাধবপুরের নিখোঁজ মাদ্রাসার ছাত্র ঢাকা থেকে উদ্ধার

     

    ভোরের কাগজ

    হবিগঞ্জ

    ছেলে

    ০১

    নিখোঁজ প্রাপ্তি

    ২৯ মার্চ

    ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

    ডেইলি বাংলাদেশ

    নোয়াখালী

    ছেলে

    ০১

    ধর্ষণ

    ৩০ মার্চ

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

    দৈনিক দিনকাল আজকালের খবর

    কুড়িগ্রাম

    মেয়ে

    ০১

    ধর্ষণ

     

    হত্যাঃ ২

    ধর্ষণঃ ৪

    ধর্ষণচেষ্টাঃ ১

    অমানবিক নির্যাতনঃ ৪

    পঙ্গুকরণঃ ১

    No comments